Notice Board

বাস্তব প্রশিক্ষনের জন্য সিলেট এমএ জি ওসমানি মেডিকেল কলেজ হানপাতালের সাথে এক সমঝোতা স্বাক্ষর করা হয়েছে। তাছাড়া সিলেটের বিভিন্ন স্বনামধন্য প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল ও ক্লিনিকের সাথে বিভিন্ন বিষয়ে প্রের্নিং এর ব্যবস্থা করা হয়েছে।s

মর্নিংবার্ড প্যারামেডিক কলেজ ও ওসমানি   হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর-
মর্নিংবার্ড প্যারামেডিক কলেজ ও এম.এ.জি ওসমানি হাসপাতালের মধ্যে মর্নিংবার্ড প্যারামেডিক কলেজের ৪ বৎসর মেয়াদি ডিল্পোমা নার্সিং ও ডিপ্লোমা মেডিকেল টেকনোলজির ছাত্রাছাত্রীদের  বাস্তব প্রশিক্ষন গ্রহনের  জন্য বিগত সম্প্রতি এক   সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। সমঝোতা চুক্তির অধীনে  মর্নিংবার্ড প্যারামেডিক কলেজে অধ্যয়নরত ডিল্পোমা নার্সিং ও ডিপ্লোমা মেডিকেল টেকনোলজির ছাত্রাছাত্রীরা এখন থেকে নির্ধারিত নীতিমালা অনুসরন করে ওসমানি মেডিকেল     হাসপাতালে বাস্তব প্রশিক্ষনট্রের্নিং) গ্রহন করবেন।   সমঝোতা চুক্তিতে  মর্নিংবার্ড প্যারামেডিক কলেজের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ ডাঃ মখলিছউর রহমান ও এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ  হাসপাতালের উপ- পরিচালক ডাঃ  আং ছালাম  স্বাক্ষর করেন।  চুক্তি স্বাক্ষর শেষে এক প্রতিক্রিয়ায়   মর্নিংবার্ড প্যারামেডিক কলেজের অধ্যক্ষ ডাঃ মখলিছউর রহমান সমঝোতা চুক্তি স্বাক্ষরে সহযোগিতা করার জন্য ওসমানি মেডিকেল কলেজ  হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ  জানান।