Founders

ডাঃ মখলিছউর রহমান

কলেজ প্রতিষ্ঠার পেছনে যার অবদান

মর্নি বার্ড প্যারামেডিক কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ডাঃ মখলিছউর রহমান শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে স্বাস্থ্য সেবা, কারিগরি ও বিজ্ঞান প্রযুক্তিতে পিছিয়ে পড়া সিলেটি জনগণের কথা চিন্তা করে সিলেটে একটি আধুনিক স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রতিষ্ঠার অক্লান্ত পরিশ্রম করে ব্যয় বহুল এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে সিলেটের ভবিষ্যৎ বংশধরদের জন্য স্বাস্থ্যসেবা খাতে এক মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশিষ্ট সমাজকর্মী, চিকিৎসক, মিডিয়া ব্যক্তিত্ব ডাঃ মখলিছউর রহমান ১৯৮০ সালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এম,বি,বি,এস ২০০৭ সালে ঢাকা বারডেম হাসপাতাল থেকে ডায়াবেটিকস্ এর উপর সিসিডি কোর্স সম্পন্ন করেন এবং ২০০৯ সালে  ডায়াবেটিকস্ মেডিসিনের উপর পি,এইচ,ডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে মর্নিবার্ড প্যারামেডিক কলেজের অধ্যক্ষ ও সিলেট থেকে প্রকাশিত ‘‘দৈনিক দুনিয়া আখেরাত’’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসাবে দায়িত্বরত আছেন। প্যারামেডিক কলেজকে সিলেট বিভাগের জন্য একটি মডেল প্যারামেডিক কলেজ হিসাবে স্থাপন করে দেশের ছাত্র-ছাত্রীদের জন্য দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিতে এক স্বপ্ন-দ্রষ্ট ডাঃ মখলিছউর রহমান।

Save

Save

Save