মর্নিং বার্ড প্যারামেডিক কলেজের শিক্ষার্থীরা ফ্রি-মেডিকেল ক্যাম্প অংশ গ্রহন সিলেট সুবিদ বাজার গনি মার্কেটস্থ হলিসাইড ডায়াবেটিস পয়েন্ট ও আসেক্ষ ( দুনিয়া আখেরাত পার্টির সেবামুলক অংগ সংগঠন) এর যৌথ উদ্যোগে,গোয়াবাড়ি,পাঠানটুলা, সিলেট বিদ্যাসিঁড়ি স্কুলে এক ফ্রি-মেডিকেল ক্যাম্প ও স্বল্প মূল্যে ডায়াবেটিস ও কিডনী রোগের রক্ত ও প্র¯্রাব পরীক্ষা বিগত ৭ নভেম্বর রোজ মঙ্গল বার অনুষ্টিত হয়। এতে মর্নিং বার্ড প্যারামেডিক কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী অংশ গ্রহন করে ক্যাম্পের কাজ সার্বিক সহযোগিতা করে এবং চিকিৎসা সেবায় বামÍব জ্ঞান অর্জন করে। অংশগ্রহন কারী শিক্ষার্থীরা হচ্ছে আং জলিল, তাজ উদ্দিন, শাইরিন ইসলাম, রহিমা বেগম, খাদিজা, ফারিহা ও লুত্ফা প্রমুখ