
মর্নিংবার্ড প্যারামেডিক কলেজের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
সিলেটস্থ মর্নিংবার্ড প্যারামেডিক কলেজের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যু দিবস ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ডাঃ মখলিছউর রহমান। কলেজের শিক্ষার্থী তাহমিদুর রহমানের পবিত্র কোরান তিলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়। শিক্ষার্থী আব্দুল জলিলের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন মর্নিংবার্ড প্যারামেডিক কলেজের পরিচলনা পর্ষদের সদস্য আং রউফ, কলেজের শিক্ষিকা অমিতা বর্ধন, গুলশানা বেগম চৌধুরী, শিক্ষক ইকবাল হোসেন, শিক্ষার্থী তাহমিদুর রহমান, জবা রাণী মালাকার, সানজিদা রহমান, সীমা জাহান এবং আরও অনেকে। সভাশেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সাথে ১৫ আগস্ট নিহত সকল শহীদের জান্নাত কামনা করে দোয়া পরিচালনা করেন মর্নিংবার্ড প্যারামেডিক কলেজের অধ্যক্ষ ডাঃ মখলিছউর রহমান।