মর্নিংবার্ড প্যারামেডিক কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত
বৃহঃস্পতিবার(১লা আগস্ট) সুবিদবাজারস্থ মর্নিংবার্ড প্যারামেডিক কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মর্নিংবার্ড প্যারামেডিক কলেজের শিক্ষক ডাঃ নাহিদ হাসান দীপক। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মর্নিংবার্ড প্যারামেডিক কলেজের অধ্যক্ষ ডাঃ মখলিছউর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক খুরশেদ আলম, অধ্যক্ষ ডাঃ মখলিছউর রহমান, ডাঃ শাহরিয়ার আহমদ(শিক্ষক), ডাঃ তানিম হাসান সৈকত(শিক্ষক), গুলশানা বেগম চৌধুরী(শিক্ষিকা), অমিতা বর্ধন(শিক্ষিকা),প্রাক্তন শিক্ষার্থী জলিল আহমদ এবং আরও অনেকে। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল সঠিক শিক্ষা গ্রহণ ও তার সুষ্ঠু ব্যবহার, সেবামূলক মনমানসিকতা সৃষ্টি, নিয়মানুবর্তিতা ও সহমর্মিতার ব্যাপার। অনুষ্ঠানের শেষ অংশে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে গান পরিবেশন করেন প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সর্বোপরি অনুষ্ঠানে উপস্থিত সকলে নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা করেন।