
বিশ্ব ডায়াবেটিস দিবস’১৫ উদযাপন উপলক্ষে হলিসাইড ডায়াবেটিস(
আং গনি মার্কেট, (২য় তলা) সুবিদ বাজার,সিলেট।)
পয়েন্টের উদ্যোগে ফ্রি ডায়াবেটিস মেডিকেল ক্যাম্প ১৪ নভেম্বর=
বিশ্ব ডায়াবেটিস দিবস ২০১৫ উদযাপন উপলক্ষে সিলেট সুবিদবাজারস্থ মর্নিংবার্ড প্যারামেডিক কলেজ ও হলিসাইড ডায়াবেটিস পয়েন্টের যৌথ উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হবে। ডায়াবেটিস রোগ নিয়ে সচেতনেতা সৃষ্টির লক্ষে দিবসের কর্মসূচীর অংশ হিসেবে আগামি ১৪ নভেম্বর শনিবার ২০১৫ তাং সকাল ১০টা থেকে-বিকাল ৪টা পযন্ত্ সুবিদবাজারস্থ গনি মার্কেটের ২য় তলায়( পিটিআই এর বিপরীতে) হলিসাইড ডায়াবেটিস পয়েন্টে( আং গনি মার্কেট, (২য় তলা) সুবিদ বাজার,সিলেট।)
এক ফ্রি ডায়াবেটিস মেডিকেল ক্যাম্প এবং স্বল্প মূল্যে ডায়াবেটিস,কিডনিরোগের রক্ত ও প্র¯ªvব পরীক্ষা করা হবে। উক্ত দিবসে ডায়াবেটিস এবং ডায়াবেটিসের ঝুঁকি নির্নয় ও রক্তচাপ(প্রেসার) নির্নয় এবং প্র¯ªvব ও কিডনির জন্য রক্ত পরীক্ষা করে রোগ নির্নয় , চিকিৎসা ও উপদেশ প্রদান করবেন মর্নিংবার্ড প্যারামেডিক কলেজের অধ্যক্ষ ও হলিসাইড ডায়াবেটিস পয়েন্ট এর প্রধান চিকিৎসক, ডায়াবেটিস ও প্রি- ডায়াবেটিস, মেডিসিন, বাত রোগ চিকিৎসক ডাঃ মখলিছউর রহমান এবং ঢাকা বারডেম হাসপাতালের সনদপ্রাপ্ত ডায়াবেটিস রোগের অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী। সময়মত উপস্থিত থেকে সেবা নেয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হলো।